ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বৈরী আবহাওয়ায় কুয়াকাটায় ১০ হাজার জেলে বেকার

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৫০, ৮ আগস্ট ২০২৩

চার দিনের টানা বর্ষণে কুয়াকাটা উপকূলীয় এলাকার সকল শ্রেণি পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ায় বেকার হয়েছে প্রায় ১০ হাজার জেলে। 

কুয়াকাটা পৌরশহরসহ আশেপাশের গ্রামীণ জনপদের নিচু এলাকার বসতবাড়িসহ সবজি ক্ষেত, আবাদী জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে। 

স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। খোলা স্লুইজ গেট দিয়ে লোকালয় ও আবাদি জমিতে পানি প্রবেশ করায় ফসল নষ্ট হবার শংকায় পড়েছেন কৃষকরা। 

তলিয়ে গেছে অসংখ্য পুকুর ও মাছের ঘের। শিক্ষা প্রতিষ্ঠানেও উল্লেখযোগ্য সংখ্যাক শিক্ষার্থী অনুপস্থিত। 

পর্যটন নগরী কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা কার্যত হোটেলে বন্দী হয়ে পড়েছেন। 

বৈরি অবহাওহায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। 

এদিকে, সমুদ্র উত্তাল থাকায় ইলিশের ভড়া মৌসুমেও সাগরে যেতে পারেনি কুয়াকাটা ও মহিপুর-আলীপুরের পাঁচ শতাধিক মাছধরার ট্রলার। ফলে এসব মাছধরা ট্রলারের ১০ হাজারের বেশি জেলে বেকার হয়ে পড়েছেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি