ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দোহারে ৯ জেলের ৪৫ হাজার টাকা জরিমানা

ঢাকা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ৮ আগস্ট ২০২৩

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহারের পদ্মা নদীতে রুই, কাতল, কালিবাউস ও বোয়াল মাছের ছোট পোনা ধরার অপরাধে ৯ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত দোহারের কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম পদ্মা নদীতে তাদের দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ পদ্মায় জেলেদের নৌকাকে চ্যালেঞ্জ করে। পরে তাদের নৌকা থেকে প্রায় ২০০ কেজি বিভিন্ন মাছের পোনাসহ ৯ জেলেকে আটক করা হয়। 

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান ঘটনাস্থেল উপস্থিত হয়ে আটককৃত ৯ জেলেকে ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুরের চরভদ্রাশন উপজেলার চরকল্যানপুর গ্রামের রমজান মোল্লা, ইদ্রিস খালাসী, শেখ সজিব , আনোয়ার, শাহ আলম, মো. রাকিব হোসেন, তসলিম মোল্লা, বাবু মোল্লা এবং মান্নান ফকির ।  

জানা যায়, জুলাই থেকে ডিসেম্বর এ ৬ মাস রুই, কাতল, কালিবাউস, বোয়ালসহ দেশীয় ছোট পোনা ধরা সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি