ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, কীট সংকটে বন্ধ পরীক্ষা (ভিডিও)

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা থেকে

প্রকাশিত : ১২:৫৩, ১০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ভোলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। কীট সংকটে আড়াইশ’ শয্যার হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ নমুনা পরীক্ষা। বাইরে থেকে পরীক্ষা করাতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে রোগীদের। 

দ্বীপজেলা ভোলাতেও ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। বাড়ছে রোগীর সংখ্যা, চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থা।

এরই মধ্যে আবার ডেঙ্গু পরীক্ষার কীট সংকটে গত এক সপ্তাহ ধরে পরীক্ষা বন্ধ। 

আড়াইশ’ শয্যার হাসপাতালে কীট না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। এতে দুর্ভোগ আর অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে দরিদ্র রোগীদের।

রোগীর স্বজনরা জানান, ডেঙ্গু পরীক্ষা হাসপাতালে হচ্ছে না, বাইরে থেকে করিয়ে আনতে হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ওষুধও দেওয়া হয়না। রাতে যখন আসে তখন একটা স্যালাইন পুশ করে। সবকিছু বাহির থেকে নিতে হচ্ছে। যারা ডেঙ্গু রোগী তাদের মশারি দেওয়ার ব্যবস্থাও নেই। আমরা সবাই আতঙ্কে আছি এই ডেঙ্গু নিয়ে।

জেলার একটি হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫০ থেকে ১০০ ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। 

সিনিয়র স্টাফ নার্স বলেন, আমাদের লোকবল খুবই কম, সবাইকে সেবা দিতে পারছিনা। অনেক রোগী ফ্লোরে আছে।

শিগগিরই ভোলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কীট সংকট কাটবে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার। 

ডাঃ তায়েবুর রহমান বলেন, “ডেঙ্গুতে আক্রান্তের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে যে কীট ছিল তা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা সরকারের কাছে নতুন করে বরাদ্দ চেয়েছি। কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে এটা কেনার প্রক্রিয়া চলছে। আমরা খুব শীঘ্রই কীট পেয়ে যাব, আশা করি ডেঙ্গু রোগীর পরীক্ষা করা যাবে।”

এদিকে, এডিস মশার বিস্তার রোধে ভোলা পৌরসভা থেকে মশক নিধন অভিযান চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি