ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ১০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সড়কটিতে যানবাহন চলাচল শুরু হয়। এরআগে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, সড়কের কোনো অংশে এখন পানি নেই। যান চলাচল একেবারে স্বাভাবিক। আমরা সকাল থেকে সড়কে রয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের চেষ্টা করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং সাংগু নদী, ডলু নদী ও হাঙ্গর খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। 

পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ। বৃহস্পতিবার মহাসড়ক স্বাভাবিক হলেও এখনও আশপাশের এলাকা থেকে বন্যার পানি পুরোপুরি নামেনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি