ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কালকিনিতে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ১০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপু‌রের কাল‌কি‌নিতে সা‌পের কামড়ে এক গৃহবধূ লামিয়া (২২)’র মৃত্যু হয়েছে। লামিয়ার স্বামী বেল্লাল হোসেন সৌদি প্রবাসী।

বুধবার রাতে সাপে কাটার পরে আজ বৃহস্পতিবার  (১০ আগস্ট) সকালে ব‌রিশাল শেরেবাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালে তি‌নি মারা যান।

নিহত লামিয়া কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পাঙ্গা‌শিয়া এলাকার লোকমান হাওলাদারের মে‌য়ে। 

এলাকাবাসী ও প‌রিবার সূত্রে জানা যা‌য়, ৩ বছর আগে লামীয়া‌র সাথে সৌ‌দি প্রবাসী মোঃ বেল্লা‌লের বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় লামিয়া তার ১৬ মাসের ছেলেকে নিয়ে বাবার বাড়ি‌ কাল‌কি‌নি পৌরসভার পাঙ্গাশীয়া এলাকায় বসবাস করতেন।

লামীয়ার বাবা লোকমান হাওলাদার জানান, বুধবার রাত ১০টার দি‌কে লামিয়া ঘ‌র থেকে বা‌হি‌রে বের হলে তার পায়ে কিছু একটা কামড় দেয়। প‌রে লাইট দিয়ে পায়ের কাছে এক‌টি ব‌্যাঙ দেখতে পায় সে। তাই বিষয়টা গুরুত্ব না দিয়ে সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এর ঘন্টা খানেক পরে শরীরে ব‌্যাথা অনুভব করলে লামিয়া তাকে এবং তার ছেলে ডাকে।

পরে তারা লামিয়াকে কাল‌কি‌নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে যায়। সেখা‌নে তার অবস্থার অবনতি হ‌লে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জে হাসপাতালে নি‌য়ে যাওয়া হয়। আর সেখা‌নেই আজ সকাল ৭টা দি‌কে তার মৃত‌্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারে শোক বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি