ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল কিনে না দেয়ায় ট্রেনে নীচে ঝাঁপ কিশোরের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১০ আগস্ট ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে ট্রেনে নীচে ঝাঁপ দিয়ে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে দর্শনা থেকে ঈশ্বরদীগামী পণ্যবাহী ট্রেনে নীচে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত সাদিকুর বোয়ালমারী গ্রামের দক্ষিণপাড়ার মো. আতিকুর রহমানের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রীর সহকারী ছিল। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, বেশকিছু দিন ধরে সাদিকুর মোটরসাইকেল কিনে দিতে তার মায়ের কাছে বায়না করে আসছিল। অর্থাভাবে কিনে দিতে না পারায় পরিবারের সদস্যদের উপর রাগ করে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি