ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে পানিবন্দি বন্যার্তদের পাশে এস. আলম গ্রুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ১০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় ডুবে গেছে সড়ক, অলিগলি, মহাসড়ক। দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এমন মানবেতর পরিস্থিতিতে অতীতের মতো এবারও চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম প্রধান শিল্পপরিবার এস. আলম গ্রুপ।

প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ১৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে।

ত্রাণ সহায়তার মধ্যে প্রত্যেকের জন্য রয়েছে— চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিড়া ৫ কেজি, গুড় ১ কেজি, লবন ১ কেজি, শুকনো বিস্কুট/টোস্ট বিস্কুট ২ বক্স, স্যালাইন ১০ পিসের ১ প্যাকেট। আরও রয়েছে, ডেটল সাবান ২টি, দিয়াশলাই/গ্যাসলাইট এবং ভাল মানের ৫টি করে মোববাতি। এছাড়া উক্ত ১৫ হাজার পরিবারের জন্য ২ লাখ লিটার নিরাপদ সুপেয় পানিও সরবরাহ করেছে।

এস. আলম গ্রুপ-এর পক্ষ থেকে জানানো হয়, ‘এবার স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে চট্টগ্রামবাসী। তাদের এই দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত। এস. আলম গ্রুপ যেকোনো দুর্যোগ, মহামারি বা চ্যালেঞ্জিং সময়ে চট্টগ্রামের সাধারণ মানুষকে সহায়তার জন্য অতীতে সবসময় এগিয়ে এসেছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মানবিক দিক বিবেচনা করেই আমরা প্রাথমিকভাবে ১৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছি। এই ত্রাণ সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় খাবার, জরুরি স্বাস্থ্য উপকরণসহ অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আমরা চট্টগ্রামের বানভাসি মানুষের জন্য এই সহায়তা অব্যাহত রাখব।’

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি