ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এখনও জলমগ্ন কক্সবাজার ও ফেনীর নিম্নাঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১১ আগস্ট ২০২৩

ফেনী, কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোতে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখনও জলমগ্ন কক্সবাজার ও ফেনীর নিম্নাঞ্চল।

গেল ৪৮ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় কক্সবাজারে ২৪টি উপজেলার বাসাবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। তবে পেকুয়ার নিচু এলাকায় কিছু বাড়িঘর এখনও ডুবে আছে।

সরকারিসহ বিভিন্ন বেসরকারি সংগঠন বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিচ্ছে। বান্দরবান শহর থেকেও পানি নেমে স্বাভাবিক হয়েছে জনজীবন।

বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র থেকে পানি নামায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহও। ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফুলগাজি ও পরশুরামের নিম্নাঞ্চলের পানিও দ্রুত নামায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের দুই কিলোমিটার এখনও পানিতে তলিয়ে আছে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি