ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে নিহত ১

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১, ১২ আগস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে মাইনউদ্দিন (৪০)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায়  আরও একজন গুরুতর আহত হন।

শুক্রবার রাতে তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় যাওয়ার সময় শহরের কলেজ রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত মাইনউদ্দিন কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের মৃত রোককু মিয়ার ছেলে। আহত নরসিংদী জেলার বেলাব উপজেলার বাড়িচা গ্রামের আব্দুর রেজ্জাক মিয়ার ছেলে জগত মিয়া (৫০)।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ হাতেম আলী ভূইয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী তিতাস ট্রেনটি শহরের কলেজ রেলগেট এলাকা পার হওয়ার সময় ওই দুই ব্যক্তি ট্রেনের  ছাদ থেকে নিচে পড়ে যায়। মাইনউদ্দিন ট্রেনের নিচে পড়লে তার বাম পা কাটা পড়ে। জগত মিয়া রেললাইনের পাশে ছিটকে পড়েন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নিয়ে যায়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মাইনউদ্দিনের মৃত্যু হয়। আহত জগত মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের মরদেহ সদর হাসপাতালে মর্গের রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি