ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে সৌদিতে নিহত প্রবাসীর দেশের মাটিতে দাফন

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ১২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রতিক্ষার পর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আবু তালেব মৃধার (৪০) মরদেহ এলাকায় এসে পৌঁছালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তার লাশ নিজ বাড়ি চম্পাপুরের বিনাম কাটা গ্রামে এসে পৌঁছায়। পরে বেলা এগারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

বর্তমানে ওই বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। 

তবে মারা যাওয়ার ১৫ দিনের মধ্যে বিনা খরচে বাড়িতে লাশ এসে পৌঁছানোর কারণে এলাকাবাসী ও স্বজনরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে তার এতিম দুই সন্তানের পড়ালেখার জন্য সরকারের কাছে অনুদানের দাবিও জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সৌদ আরবের রিয়াদে প্রাইভেটকার দুর্ঘটনায় আবু তালেবের মৃত্যু হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি