ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নরসিংদীর ৮ যুবক নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১০, ১২ আগস্ট ২০২৩

নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতব

নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতব

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর ৮ যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। তারা সবাই বেলাব উপজেলার বাসিন্দা। 

পরিচয় পাওয়া নিখোঁজ ৮ যুবক হলেন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৯), কামাল হেসেন (৩৪), ভাটেরচর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২)।

এছাড়া দুলালকান্দি গ্রামের হারুনুর রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আঃ মোতালিব মিয়ার ছেলে রবিউল(৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)। 

এরা সকলেই ১০ থেকে ১২ লাখ টাকার চুক্তিতে দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) উক্ত দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে স্বজনদের কাছে খবর আসতে থাকে ট্রলার ডুবিতে নিখোঁজ হয় তারা। 

স্বজনরা জানায়, ৫-৬ মাস আগে ১০-১২ লাখ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্য প্রথমে লিবিয়া নিয়ে যায়। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮ ঘটিকায় ডেঙ্গিতে ইতালির পথে যাত্রা করে, কিন্তু ৪০ মিনিট পর ডেঙ্গি ডুবে যায়। 

জাকিরের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন ফিরে আসলেও আটজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো: তানভীর আহমেদ বলেন, বিষয়টি  লোক মুখে শুনেছি এখনও কোন অভিযোগ আসেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে, গত ২২ জুন পার্শবর্তী রায়পুরা উপজেলার ১০ যুবক নিখোঁজ হওয়ার দেড় মাসের মধ্যেই আবারও ঘটলো এমন হৃদয় বিদায়ক ঘটনা। 

সঠিক পরিসংখ্যান না থাকলেও নরসিংদীর বেলাব, রায়পুরাসহ বিভিন্ন উপজেলার অধিকাংশ প্রবাসপ্রেমিরা প্রতারণার শিকার হচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি