ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে কালকিনির ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪১, ১২ আগস্ট ২০২৩ | আপডেট: ১৩:৪৪, ১২ আগস্ট ২০২৩

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সানাউল্লাহ কানন (২৩)’র মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১২ আগস্ট) সকালে কানন মারা যায়।

নিহত ছাত্রলীগ নেতার মোঃ সানাউল্লাহ কানন কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা গ্রামের মোঃ বাদশা বেপারীর একমাত্র ছেলে। কানন কালকিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ডেঙ্গু পজেটিভ হয় কানন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আজ (১২ আগস্ট) শনিবার সকালে কাননের মৃত্যু হয়।

ছাত্রলীগ নেতা মোঃ সানাউল্লাহ কাননের মৃত্যুতে এলাকা জুড়ে শোক বিরাজ করছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। আজ এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। 

এছাড়া কাননের মৃত্যুতে কালকিনি উপজেলা ছাত্রলীগ, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, একতা যুব সংঘসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ শোক প্রকাশ করেছে।

আজ শনিবার বাদ আসর পৌরসভার ঝাউতলা জামে মসজিদে ছাত্রলীগ নেতা কাননের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি