ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ১২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহাজ উদ্দিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত নিহাজ উদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের দিদার উদ্দিনের ছেলে। সে হাতিয়া আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে হাতিয়ায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিলো। প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মাদ্রাসায় আসে নিহাজ। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির মধ্যে মাদ্রাসা থেকে পুনঃরায় বাড়ি যাওয়ার পথে সড়কে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে নিহাজ। 

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন নিহাজের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

নিহাজের মৃত্যুর খবরে তার আত্মীয়-স্বজন, এলাকার লোকজন ও সহপাঠিরা তার বাড়িতে ছুঁটে আসে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, এলাকার লোকজনের মাধ্যমে বজ্রপাতে নিহাজের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি