ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বর্ষীয়ান রাজনীতিবিদ মাস্টার হাফিজুর রহমান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১২ আগস্ট ২০২৩ | আপডেট: ২৩:৪৫, ১২ আগস্ট ২০২৩

মাস্টার হাফিজুর রহমান

মাস্টার হাফিজুর রহমান

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৫নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের টানা ছয়বারের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার হাফিজুর রহমান বি.এ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তিনি আজ শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সন্দ্বীপে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংগঠন এবং বরেণ্য ব্যক্তিরা শোক জানিয়েছেন। আজ বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে। 

উল্লেখ্য, মাস্টার হাফিজুর রহমান বি.এ ১৯৭৭ সাল থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারী পর্যন্ত দীর্ঘ ৩২ বছর চেয়ারম্যান হিসেবে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যন্ত জননন্দিত ছিলেন।

এছাড়া আবেদা ফয়েস বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং পরবর্তী সময়ে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব হিসেবে তিনি সকল শ্রেণি পেশার মানুষের কাছে গ্রহণ যোগ্য ছিলেন।  
  কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি