ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বনদস্যু আসাবুর বাহিনীর দুই সদস্য আটক, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০, ১৩ আগস্ট ২০২৩ | আপডেট: ০৮:৫৩, ১৩ আগস্ট ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনার দাকোপ থেকে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সক্রিয় সদস্য ইস্রাফিল সানা ও শাহীনকে শাহিন আলমকে আটক করেছে র‌্যাব।  এসময় উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দাকোপের সুতারখালি এলাকায় অভিযানে চালিয়ে আসাবুরের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। 

তাদের স্বীকারোক্তি অনুযায়ি দাকোপের সুতারখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও ৮ রাউন্ড বন্দুকের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

বাহিনীর প্রধানসহ বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানায় র‌্যাব। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি