ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৪ জন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ১৪ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরে গাছা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার মেরামতের সময় লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে গাজীপুরের গাছা থানার মোক্তার বাড়ি এলাকার কাশেম খানের বাড়িতে সিলিন্ডার মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসায় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার লাগানোর পর সমস্যার সৃষ্টি হলে টেকনিশিয়ান এনে মেরামত সময় গ্যাস লিকেজ হয়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে দগ্ধ হন মিনারুল ইসলাম ও তার বৃদ্ধ বাবা-মা। 

এছাড়া টেকনিশিয়ানও  অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে হতে অগ্নিদগ্ধদের করা হয়। 

গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি