ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জে কেমিক্যালের গোডাউনে আগুন, নিহত ৩

কেরানীগঞ্জ-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ১৫ আগস্ট ২০২৩ | আপডেট: ১০:৫৩, ১৫ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং ১ জন আহত হয়েছে।

মঙ্গলবার ভোর চারটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়, তিনজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়। 

অগ্নিকান্ডে নিহতরা হলেন মিনা বেগম, মোসাম্মৎ ইশা ও দেড় বছরের শিশু রোজা মনি। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শটসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি