ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কুলাউড়ার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ১৫ আগস্ট ২০২৩ | আপডেট: ১২:১০, ১৫ আগস্ট ২০২৩

আটক জঙ্গিদের কয়েকজনকে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধার পাহাড়ি এলাকায় জ‌ঙ্গি আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি)।

কুলাউড়ার থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আটককৃত জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিসিটিসি দল।

এ অভিযানে নেতৃত্বে রয়েছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সোমবার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ১৭ জন জঙ্গিকে আটক করেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সন্ধ্যায় কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে আসে।

সিটিটিসি প্রধান মো.আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। 

তাদের নিয়ে মঙ্গলবার সকালে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিকেলের দিকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি