ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১৫ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

নানা আয়োজনে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন দফতরসমূহ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 

এর আগে সোমবার সন্ধ্যায় আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি