ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যথাযথ মর্যাদায় ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১০, ১৫ আগস্ট ২০২৩

পিরোজপুর ভান্ডারিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দলিয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে ওভার ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে জাতির পিতার স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যবৃন্দের শাহাদাৎ বরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শোক র‍্যালী অনুষ্ঠিত হয়। 

এতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খশরু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় মহিউদ্দিন মহারাজ বলেন, জাতীয় শোক দিবসের এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের আরও উদ্যম ও দেশপ্রেম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখতে হবে। 

এরপর অসহায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি