ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি চরাঞ্চলে

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:১৩, ১৬ আগস্ট ২০২৩

লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গাইবান্ধায় এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায় পানি আটকে থাকায় দুর্ভোগে লালমনিরহাট ও নীলফামারীর, গাইবান্ধার মানুষ।

লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তার তীরবর্তী চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। স্বস্তি ফিরেছে নীলফামারীর পাঁচ ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যাকবলিত এলাকায়। 

মঙ্গলবার সকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারেজের ৪৪টি কপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বিপৎসীমা ছুঁই ছুঁই করছে ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানিও। তিস্তার পানিতে প্লাবিত সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ২৫টি চরের নিন্মাঞ্চল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি