ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে ৩ ছাগল চোরকে গণপিটুনি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ১৬ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালিতে ৩ জন ছাগল চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ। 

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মোনাখালী গ্রামের উত্তরপাড়া খেলার মাঠে ৩ জন ছাগল চোরকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটে।

মোনাখালি গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে মোনাখালী উত্তর পাড়ার সিতাব আলীর ছেলে শান্ত শেখের ছাগল চুরি করে রিক্সা করে পালিয়ে যাচ্ছিল তিন সঙ্গবদ্ধ চোর। এ সময় মোনাখালি চকশ্যামনগর মাঠের মাঝে প্রধান সড়ক থেকে ছাগলসহ মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুলের ছেলে রিকশাচালক সাগর, মিয়ারুল ইসলামের ছেলে কবির ও খোকন ফকিরের ছেলে রায়হানকে আটক করে স্থানীয়রা। 

পরে তাদেরকে মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে গেলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে চোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুজিবনগর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি