ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জাতীয় শোক দিবসে নবীনগরে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৬ আগস্ট ২০২৩

নানা কর্মসূচিতে ব্যক্তিগত উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় আওয়ামী পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে নিয়ে নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা নির্যাতিত ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবু আব্বাস ভূঁইয়া। 

এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে উপজেলার ইব্রাহীমপুর এতিমখানা, আলমনগর এতিমখানা ও পশ্চিমপাড়া, নারায়ণপুর এতিমখানাসহ দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এছাড়া এস আর মসজিদে বাদ আসর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অনান্য শহীদদের জন্য দোয়া ও লোকনাথ মন্দিরে প্রার্থনার কর্মসূচি ছিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি