ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা সাইফের

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৭ আগস্ট ২০২৩

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

মেহেরপুরে অবৈধযান শ্যালো ইঞ্জিন চালিত নসিমন চাপায় স্কুলছাত্র সাইফ (৭) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফ গোভিপুর গ্রামের স্বাধিন মিয়ার ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

এঘটনায় নছিমন চালক গভীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আছানুর (৩৫)কে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সাইফ বাড়ি ফিরে যাচ্ছিল। পথে দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। চালক আছানুরকে গ্রেফতার করে নসিমনটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি