ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিএনজি-অটোরিক্সা সংঘর্ষে ছেলের মৃত্যু, বাবাসহ আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ১৯ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ছেলে নাঈমের মৃত্যু হয়েছে। এতে বাবাসহ আহত হয়েছেন ৪ জন।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ নাঈম (১৭) তাড়াশ উপজেলার ভাদাশ মধ্যে পাড়া গ্রামের তাড়াশ মহিলা কলেজের সহকারি প্রভাষক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র। 

নাঈম ও তার বাবা বেলকুচিতে নিজ বাড়ি যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। বাবার সামনেই ঘটনাস্থলে ছেলের মৃত হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, দুটি অটোরিক্সার মধ্যে সংঘর্ষ হলে একজন মারা যায় এবং ৪ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাঈমের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি