ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল-নসিমনের চাপায় রং মিস্ত্রি নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ১৯ আগস্ট ২০২৩

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

যশোরের শার্শার নাভারনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ও নসিমনের চাপায় খোরশেদ আলি (৬০) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার সময় নাভারন উত্তর বুরুজ বাগান তালতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলি ঝিকরগাছা উপজেলার ঢাকাপাড়া গ্রামের মোকছেদ আলী ব্যাপারির ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রংয়ের কাজ করার জন্য উত্তর বুরুজ বাগান যান খোরশেদ আলী। ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় প্রথমে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে পড়ে মারাত্মক আহত হন। এসময় অপরদিক থেকে আসা একটি নসিমন তাকে চাপা দেয়। 

এসময় স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি