ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আলমসাধুর যাত্রী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২০ আগস্ট ২০২৩

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে চলন্ত ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধুর যাত্রী সুজিত বিশ্বাস (৩৫) নিহত হয়েছেন। 

রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

নিহত সুজিত বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী গ্রামের রতন বিশ্বাসের ছেলে।
    
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সুজিত একজন আলমসাধু চালক। এদিন সকালে একজনকে আলমসাধু কেনার কাজে সহযোগীতার জন্য মেহেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় আহত অবস্থায় সুজিতকে উদ্ধার করে  ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান খাতুন বলেন, সুজিত মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি