ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৫, ২১ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। 

সোমবার সকালে মতি মার্কেটের পাশে জলাশয়ে পড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলো তাঁত শ্রমিক হাশমত আলীর ছেলে সৌরব (৬) ও এরশাদ আলীর ছেলে রিফাত (৫)। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম ও অভিভাবক হাশমত আলী জানান, সোমবার সকালে বাড়ির জলাশয়ের পাশে খেলাধুলা করছিল রিফাত ও সৌরভ। হঠাৎ রিফাত পানিতে পড়ে গেলে সৌরভ তাকে তুলতে যায়। তখন দুজনেই পানিতে তলিয়ে যায়। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাদের পাচ্ছিল না। 

একপর্যায়ে বেলা ১২টার দিকে ওই জলাশয় থেকে উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উভয়কে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি