ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে ছেলের হাতে বাবা খুন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ২১ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:১৭, ২১ আগস্ট ২০২৩

মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন হয়েছেন। 

সোমবার সকালে বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর কালির বাজারের জলিল বয়রা বিভিন্ন স্কুলের সামনে আচার বিক্রি করত। মানসিক সমস্যা থাকায় তার বড় ছেলে ইউসুফ (৩৫) বিভিন্ন স্থানে চিকিৎসা করান। সম্প্রতি ইউসুফ সুস্থ্য হলে তাকে বাড়িতে নিয়ে আসেন। 

ইউসুফকে বিয়ে করান বাবা জলিল। ইউসুফ সুন্দরভাবে সংসার করছে এবং তার সংসারে একটি পুত্র সন্তান হয়। এতে পরিবারের সবাই খুশি ছিলেন। মাঝে মাঝে কিছুটা পাগলামী করলেও বেশিরভাগ সময় ভাল থাকতো ইউসুফ।

সোমবার সকালে জলিল বয়রা বাহাদুরপুর ৬৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আচার বিক্রি করছিলেন। সেখানে হঠাৎ তার ছেলে ইউসুফ এসে বাবাকে মেরে ফেলার কথা বলে এবং পাশে থাকা একটি দা দিয়ে মাথাসহ একাধিক স্থানে কোপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

সেসময় স্থানীয়রা ধাওয়া করে ইউসুফকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

গুরুতর আহত জলিলকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জলিল বয়রার মৃত্যু হয়।

মৃত জলিল বয়রা সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর কালির বাজারের সোনামতি বয়রার ছেলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি