ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে কাভার্টভ্যান চাপায় ভ্যানচালকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ২২ আগস্ট ২০২৩

মাদারীপুরের সদর উপজেলার হবিগঞ্জ এলাকায় মাদারীপুর-শিবচর সড়কে কাভার্টভ্যান ও মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ন কার্গো সার্ভিস নামের একটি কাভার্টভ্যান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। কাভার্টভ্যানটি সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজ পাড় হয়ে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা একটি মোটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। 

এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্টভ্যানটি আটক করে। অজ্ঞাত ভ্যানচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি