ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৪ আগস্ট ২০২৩ | আপডেট: ০৯:০৯, ২৪ আগস্ট ২০২৩

আজ ইয়াসমিন ট্র্যাজেডি দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কিছু বিপথগামী পুলিশের হাতে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার শিকার হন। 

প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। জনতার উপর গুলি চালিয়ে ৭ জনকে হত্যা করে পুলিশ। এরপর থেকেই ২৪ আগস্ট দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই ঘটনায় ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরে বিশেষ আদালত পুলিশের তিন সদস্যকে মৃত্যুদণ্ড দেন। তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়েছে। ইয়াসমিন হত্যার বিচার হলেও বর্তমানে নারী ও শিশু নির্যাতন বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ  করেছেন জনপ্রতিনিধি ও নারী নেত্রীরা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি