ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৫ আগস্ট ২০২৩

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

উপজেলার ঘাসিরদিয়া এলাকায় বৃহস্পতিবার রাত তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের ভাষ্য, ঢাকার সাভার থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। ঘাসিরদিয়া এলাকায় একে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন।

গুরুতর আহত অবস্থায় ছয়জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। আহত অন্য চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাইক্রোবাসের উচ্চগতি কিংবা এটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি