ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ফের ডুবল চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা শুরু ১ ঘণ্টা পর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৭ আগস্ট ২০২৩

রাত থেকে টানা বৃষ্টিতে ফের ডুবেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে চট্টগ্রামে আজ রবিবার থেকে শুরু হওয়া এইএসসি পরীক্ষার্থীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহানগরের ২৭টি এবং হাটহাজারীর দুটি কেন্দ্রের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পরে শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়েছে চরম দুর্ভোগ নিয়েই।

শনিবার রাত থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরছে বন্দরনগরীতে। এতে তলিয়ে গেছে নগরীর অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো।

বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, দুই নম্বর গেট, জিইসি, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, ফিরিঙ্গী বাজার, বক্সিরবিট, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহরসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।

অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। পিছিয়ে যাওয়া সেই পরীক্ষা আজ শুরু হয়েছে। চট্টগ্রামে আজকের এই পরীক্ষাও ২৯টি কেন্দ্রে বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শুরু হয়েছে এক ঘণ্টা পিছিয়ে।

রোববার বেলা ১১টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, ব্যাংকিং ও বীমা, অর্থনীতি এবং রসায়ন বিজ্ঞান-২ পরীক্ষা হচ্ছে।

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত।’

এই বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামীরাও ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

এদিকে এ বৃষ্টিতে আজ সকালে পাঁচলাইশের ষোলশহরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাবা ও মেয়ে প্রাণ হারিয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি