ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামালপুরে নারীদের মাঝে দোকানের সরঞ্জাম বিতরণ করল ব্র্যাক

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ২৮ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে দোকান সাজসজ্জার সরঞ্জাম বিতরণ  করা হয়।

রোববার দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের হল রুমে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি নকশি প্রকল্পের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় কেন্দুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোতালেবের স়ভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, এইচএসবিসি বাংলাদেশ সিইও মোঃ মাহবুর উর রহমান।

ব্র্যাক ডেপুটি ম্যানেজার মোঃ সোহাগ এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, এইচএসবিসি বাংলাদেশ  হেড অফ কর্পোরেট সার্ভিস এর আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী (অতিঃ) ফারহানা বিলকিস, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রোজী বেগম, এলাকা ব্যবস্থাপক হাসিনা আক্তার, ব্র্যাক কর্মসূচির সংগঠক আফসানা আক্তার।

আলোচনা সভার ১০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে দোকান সাজসজ্জার সরঞ্জাম বিতরণ  করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি