ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ক্যান্সার আক্রান্ত মোরাদ-এর জন্য আর্থিক সাহায্যের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৮ আগস্ট ২০২৩ | আপডেট: ২২:৩৩, ২৮ আগস্ট ২০২৩

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মো. মোরাদ মিয়া (৫২)। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের বাসিন্দা মৃত মো. জিন্নত আলীর ছেলে মোরাদ। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ভুগছিলেন তিনি। পরবর্তীতে মরণব্যাধি কান্সারে আক্রান্ত হয়ে প্রথমে নাসিরনগর আধুনিক হাসপাতালে ডাঃ পান্না বণিকের তত্বাবধানে চিকিৎসা নেয়। সেখানে কোন উন্নতি না হওয়া পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রায় একমাস চিকিৎসা গ্রহণ করেন। 

চিকিৎসকরা তাকে মহাখালী হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। অসহায় ও দিনমজুর মোরাদের সহায় সম্পত্তি যা ছিল চিকিৎসার প্রয়োজনে ব্যয় করা হয়। কিন্তু এখন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। নিরূপায় হয়ে তিনি দেশের দানবীর, দানশীল ও বিত্তবানদের কাছে তাঁর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। 

সাহায্য পাঠানোর ঠিকানা-  
মো. মোরাদ মিয়া 
০১৯৪০৪০৮৪৭৭ বিকাশ অথবা ০১৭১৭৩৫০৮৭৬ বিকাশ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি