ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘কেউ আসুক আর না আসুক নির্বাচন শেখ হাসিনার অধীনেই’  

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৫, ২৯ আগস্ট ২০২৩

খুলনা খুলনা সিটি করপোরেশন মেয়র ও আ.লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, তত্বাবধায়ক সরকার আর হবে না। কেউ আসুক আর না আসুক আগামী জানুয়ারীতে প্রধানমন্ত্রীর অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তাই সবাইকে প্রস্তুতি নিতে হবে। তত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে যারা লাফালাফি করছেন কোন কাজ হবে না। খালেদা জিয়া যখন সরকার প্রধান ছিলেন, তখন আমরা তত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করেছি। সেময় খালেদা জিয়া বলেছিলেন পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কোন লোক নাই। এখন কেন তত্বাবধায়ক সরকারের কথা বলছেন? 

বিএনপির উদ্দেশ্য তালুকদার আব্দুল খালেক আরও বলেন, আপনাদের নেতা তারেক রহমান বিশ্ব চোর। লন্ডনে কি করে আমরা জানি। সাহস থাকলে বাপের বেটা হলে বাংলাদেশে এসে মামলা মোকাবেলা করে রাজনীতিতে আসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ আগষ্ট) মোংলা উপজেলার চিলা ইউনিয়নে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকে 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী' উপাধি বিবিসি দিয়েছে উল্লেখ করে বলেন, তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না। অথচ খুনি মোশতাক ও জিয়াউর রহমান তাকে ও তার পরিবারের ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে। পরে হত্যাকারীদের বিচার না করে তাদের পুরস্কৃত করে বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন জিয়া। এই শোকের মাসে একুশ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে আ' লীগের ২৪ জনকে হত্যা করা হয়। সেময় শেখ হাসিনাকে হত্যা করে আরেকটা ১৫ আগষ্ট তৈরি করতে চেয়েছিলো বিএনপি। কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন।

খুলনা সিটি মেয়র আরও বলেন, আ' লীগ ক্ষমতায় থাকলে মোংলার উন্নয়ন হয়। বন্দরের উন্নয়ন হয়েছে। ইপিজেড হয়েছে, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সাথে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। আর বিএনপি এবং জামায়াতের শাসনামলে এই বন্দর ধ্বংস হয়েছে। দিনের বেলায় একের পর এক খুনের ঘটনায় মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। মানুষ বাড়ি ঘর বিক্রি করে পালিয়ে গেছে। তাই এই খুনিদের আর ক্ষমতায় না আনতে নেতা কর্মিদের আহবান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আ.লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর মেয়র ও আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হেসেন, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজরিনা বেগম, যুবলীগ নেতা মো. ইসরাফিল হাওলাদার ও অলিয়ার রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে আলোচনা শেষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত খাবার বিতরণ করেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হেসেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি