ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাপ আতঙ্কে বিদ্যালয় ছুটি ঘোষণা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ৩১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে সাপ দেখে বিদ্যালয় ছুটি দিয়েছেন প্রধান শিক্ষক।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ে শিক্ষকরা।

প্রধান শিক্ষক দিলরুবা বেগম বলেন, বিদ্যালয়ের অফিস কক্ষের বাথরুমের কমোটে একটি সাপ দেখতে পাই।  এর তিন-চারদিন আগেও কয়েকটি সাপ দেখা যায়। তখন সাপুড়ে দিয়ে কয়েকটি সাপ ধরা হয়। ফের সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজুল হক বলেন, শিক্ষকরা এর আগে সাপ দেখছে বিদ্যালয়ে বিভিন্ন স্থানে। ফের অফিস কক্ষের টয়লেটে দেখে আতঙ্কে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি