ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুচ্ছ ঘটনায় টর্চ লাইটের আঘাতে গৃহবধূকে হত্যা, নারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫, ৩১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলা নারিকেল বাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী রুবিনা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে রাজহাস নিয়ে এ ঘটনা ঘটে। নিহত জহুরা শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। 

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, নিহত জহুরা বেগম লেখাপড়া জানে না ওষুধ খাবে এজন্য পাশের বাড়িতে প্রেসক্রিপশন দেখাতে গেলে রাজহাস নিয়ে কথা উঠে। এক পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়। পরে রুহুল আমিনের স্ত্রী রুবিনা খাতুন চর্ট লাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করলে সেখানেই সে মারা যায়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত রুবিনা খাতুন নামে এক নারীকে আটক করা  হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি