ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল গার্মেন্টস কর্মির

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ৩১ আগস্ট ২০২৩

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন সিমা খাতুন (২৫) নামের এক নারী ইপিজেড কর্মির। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

বৃহস্পতিবার সকাল সারে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেডের কর্মী।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম বলেন, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভারা করা একটি লেগুনা পাবনা-নাটোর সহসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীসহ যাত্রী তুলছিল। এসময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ধাাক্কা দিলে লেগুনাটি সড়কের ধারে গর্তে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই ওই ইপিজেড কর্মী নিহত হয়। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। মামলা প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি