ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একদিনের ব্যবধানে বেনাপোলে ফের ২৩টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

একদিনের ব্যবধানে বেনাপোল বন্দর এলাকা থেকে আবারও ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। একের পর এক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ড্রেনের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। 

এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে বন্দরের ৩৫নং কেমিক্যাল গোডাউনের পাশে একটি মুদিখানা দোকানের পেছনে ড্রেন থেকে ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। কে বা কারা এই ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। 

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল হোসেন নামে এক বন্দর শ্রমিকের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। 

এ ঘটনায় যশোর র‌্যাব-৬ বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার পলাতক আসামি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বন্দর শ্রমিক বাদল হোসেন (৪৫)কে রোববার দুপুরে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি