ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে বাগাতিপাড়া ইউএনও পার্ক সংলগ্ন রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউএনও পার্ক সংলগ্ন রেল ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। এসময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে যুবকের ধাক্কা লাগে। এতে গার্ডারের ওপর পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুজ্জামান রুমেল জানান, খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, মানসিক প্রতিবন্ধি ছিল নিহত ওই যুবক। 

নিহতের পরিচয় জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি