ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে ‘ক্ষমাপ্রার্থী’ লিখে যুবকের আত্মহত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ক্ষমাপ্রার্থী’ স্ট্যাটাস লিখে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আরিফ হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারের পাশে পূর্ব সাহেরখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার নিজাম উদ্দিনের পুত্র। সে পেশায় একজন ফল ব্যবসায়ী ছিল।

নিহতের বন্ধু রাকিব সূত্রে জানা যায়, আরিফ দীর্ঘদিন সাহেরখালী বাজারে ফলের ব্যবসা করে আসছিল। সে সুবাধে তার ব্যবসায়ীক লেনদেনসহ বিভিন্ন খাতে মোটা অংকের টাকার ঋণ হয়ে যায়। এই ঋণের বোঝা সইতে না পেরে সম্ভবত আত্মহত্যার পথ বেঁচে নেয় সে।

বিষয়টি নিশ্চিত করে সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ভোরের বাজার সংলগ্ন আরিফের বাড়ি। সে ফল ব্যবসা করতো। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা সঠিক জানিনা। তবে আত্মহত্যা করেছে এবিষয়টা জেনেছি।

মিরসরাই থানার উপপরিদর্শক আনিসুল জানান, আত্মহত্যার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। যতটুকু জেনেছি সম্ভবত ঋণ সংক্রান্ত বিষয়ের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি