ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মুক্তিযোদ্ধার মৃত্যুতে চিকিৎসকদের সঙ্গে স্বজনদের সংঘর্ষ, আহত ১৮

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে স্বজনদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৮ জন।

সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা নয়ন খান। 

স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু ঘটে। এ নিয়ে সকালে কথা কাটাকাটির জেরে ইন্টার্ন চিকিৎসকদের সাথে স্বজনদের সংঘর্ষ বাধে। 

এতে গুরুতর আহত চারজনকে পুলিশি হেফাজতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে করণীয় নির্ধারণে দুপুরে সভায় বসেছেন হাসপাতালের চিকিৎসকরা। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি