ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

যমুনা ফার্টিলাইজার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৩

গ্যাস ও বিদ্যু সংকটে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে জামালপুরে ইউরিয়া সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানাটিতে।

কারখানার উৎপাদন বন্ধের কারণে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গসহ ১৬ জেলায় চলতি রোপা আমন মওসুমে ইউরিয়া সারের সংকটের আশঙ্কা করছেন সার ডিলার ও কৃষকরা।

তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, সার মজুদ আছে, কোনো সংকট হবে না। 

বাৎসরিক ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বিভিন্ন সংকটের কারণে এই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।  

জেএফসিএল সূত্র জানায়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল৷ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও মেশিনারিজ ত্রুটির জন্য উৎপাদন কমে এক হাজার থেকে এক হাজার ২০০ মেট্রিক টন পর্যন্ত উৎপাদন হচ্ছিল। 

এরমধ্যে প্রতিবছর দুই-একবার কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করায় এ কারখানায় সার উৎপাদন চরমভাবে ব্যাহত হয়ে আসছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি