ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার ভোরে আমিনবাজার ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

আমিনবাজারের সালেহপুর ব্রিজে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা যায় অটোরিকশা চালক মামুন শেখ (৪৫)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামে। হেমায়েতপুরে নিহত অপরজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি (৫০) ৷ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সাহা জানান, সালেহপুর ব্রিজ এলাকায় আরিচাগামী লেনে অটোরিকশা চালক মামুন শেখকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপরদিকে হেমায়েতপুরে আরিচাগামী লেনে গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়৷

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি