ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রবীণ শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর পরলোকগমন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৭:২১, ৬ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী (৭৯) পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

গতকাল মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠান শেষে বিকালে সীতাকুণ্ড ব্যাসকুন্ড মন্দিরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, পৌর মেয়র বদিউল আলম সহ শিক্ষার্থীরা ও এলাকার বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মিহির কুমার চক্রবর্তীর বড় ভাই। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি