ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেলো শিশুর

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০, ৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে খালে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সালমান শিকদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশগাড়ি ইউনিয়নের উত্তর উড়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সালমান শিকদার একই গ্রামের সোলায়মান শিকদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান শিকদার তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে সাঁতার শিখতে যায়। এসময় কলা গাছ দিয়ে সাঁতার কাটতে কাটতে বেশ দূরে চলে যায় সে। একপর্যায় তীব্র স্রোতে কলা গাছ থেকে হাত ছুটে গিয়ে খালে ডুবে যায় সালমান।

এসময় তার সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর খাল থেকে সালমানকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাহিদ হাসান বলেন, পানিতে ডুবে সালমান নামে এক শিশু মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের বাবা সোলায়মান শিকদার বলেন, সালমান সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে কলা গাছের সাহায্যে সাঁতার শিখছিল। কিন্তু খালে তীব্র স্রোত থাকায় হঠাৎ হাত পিছলে সে তলিয়ে যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খালের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। বিষয়টি দুঃখজনক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি