ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালের দিকে উজিলাব গ্রামের রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার জড়ানো অবস্থায় যুবক হৃদয়ের  মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রাতে বৃষ্টি চলাকালে শ্রীপুরের এলাকায় লোডশেডিং দেওয়া  হয়। এই সুযোগে ট্রান্সফরমার চুরির চেষ্টা করে একদল চোর। হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় নিহত ওই যুবক। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি