ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ৭ সেপ্টেম্বর ২০২৩

পাবনার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত রিফাত আল সিফাত পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। সিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা করে ৩ জন ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এসময় রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসবি/  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি