ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাঁচানো গেলো না সীতাকুণ্ডের সেই বানরটিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৮ সেপ্টেম্বর ২০২৩

হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ধর্ণা দেওয়া বানরটি নেই। শুক্রবার সকালে মারা গেছে।

সীতাকুণ্ডের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বানরটি টানা তিন দিন ধর্ণা দিয়েছিল। এক পর্যায়ে চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় প্রাণীটি। সেখানে দুদিন চিকিৎসা নিলে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ^বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বানরটিকে বন বিভাগের হেফাজতে পাঠানো হয়। এরপর বৃহষ্পতিবার থেকে বানরটি খাবার গ্রহণ বন্ধ করে দেয়। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি